শহিদুল ইসলাম সোহেল নিজস্ব প্রতিবেদকঃ
Facebook Twitter share
বিদেশি অস্ত্রের অনুকরণে চট্টগ্রামের লেদ মেশিনের কারখানায় তৈরি হচ্ছে অত্যাধুনিক অস্ত্র। নামও রাখা হচ্ছে বিদেশি অস্ত্রের নামে। অনেক ক্ষেত্রে এ অস্ত্রের কার্যকারিতা আরও বেশি।
Surjodoy.com
এ ধরনের একটি রিভলবারসহ একজনকে আটকের পর অস্ত্র তৈরির রহস্য উন্মোচনের পাশাপাশি কারিগরের সন্ধানে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশ।
উদ্ধারের পর অস্ত্রের ধরন দেখে হতবাক চট্টগ্রামের গোয়েন্দা পুলিশ। বিদেশি অস্ত্র বলে মনে হলেও মূলত উদ্ধার হওয়া অস্ত্রটি দেশীয় প্রযুক্তি ব্যবহার করে লেদ মেশিনের কারখানায় তৈরি করা হয়েছে।
The Daily surjodoy
বুধবার দিবাগত রাত (২০ মে) আড়াইটার দিকে নগরীর আকবরশাহ এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ দেশে তৈরি অত্যাধুনিক এ অস্ত্রসহ ফারুক নামে একজনকে আটক করে। ছিনতাই ও ডাকাতি কাজে ব্যবহারের জন্য অস্ত্রটি সংগ্রহ করা হয়েছিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে।
The Daily surjodoy
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার ইয়াসির আরাফাত বলেন, উদ্ধার হওয়া অস্ত্রটি দেশীয় হলেও সেটি উন্নতমানের। অস্ত্রটি তৈরিতে যে কারিগরি দক্ষতা তা আমরা পূর্বে দেখিনি। অস্ত্রটি উন্নত কারিগর দ্বারা তৈরি বলে আমরা মনে করি।
The Daily surjodoy
মূলত ইংল্যান্ডের বিখ্যাত ওয়েবলি অ্যান্ড স্কট কোম্পানির রিভলবারের অনুকরণেই তৈরি করা হয়েছে অস্ত্রটি। গায়ে খোদাই করে অস্ত্র এবং কোম্পানির নামও লেখা হয়েছে। সে সঙ্গে কার্যকারিতা বাড়াতে বাড়তি একটি ব্যারেল লাগানো হয় রিভলবারটিতে।
The Daily surjodoy
আগে কক্সবাজারের মহেশখালীসহ বিভিন্ন পাহাড়ি অঞ্চলে হাতেই তৈরি হতো দেশীয় অস্ত্র। তবে এটি শহরের অত্যাধুনিক লেদ মেশিন কারখানায় তৈরি করা হয়েছে বলে নিশ্চিত হয়েছে গোয়েন্দা পুলিশ।
The Daily surjodoy
সিএমপির উপকমিশনার ফারুক উল হক বলেন, অস্ত্রটি সিঙ্গেল শুটার হলেও এটি অনেক বেশি ক্ষতি করতে সক্ষম। অস্ত্রটি দিয়ে অনেক দূর থেকেও নিখুতভাবে লক্ষ্যে আঘাত করা সম্ভব।
বিশেষ এ অস্ত্র তৈরির কারখানা এবং কারিগরের সন্ধানে ফারুককে ৩ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে গোয়েন্দা পুলিশ। আকবর শাহ থানায় পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy