নিজস্ব প্রতিবেদক:
২২ ফেব্রæয়ারি বুধবার বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি ও চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগাতার মুল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা। ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমন্বয়ক ও নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য বেলাল চৌধুরী, গণমুক্তি ইউনিয়নের আহŸয়ক নাসির উদ্দীন আহম্মেদ নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় কমিটির নেতা মহিন উদ্দিন চৌধুরী লিটন ও জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টির নেতা সমিরুজ্জামান ইউসুফ।
সমাবেশে বক্তারা বিদ্যুৎ গ্যাস চাল ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগাতার মূল্যবৃদ্ধির জুলুম বন্ধ করে দাম কমানোর দাবী তুলে ধরেন। সমাবেশ থেকে মাসজুড়ে সারাদেশে বিদ্যুৎ গ্যস চাল ডালসহ নিত্যপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রচার গণসংযোগ এবং আগামী ১৮ মার্চ শনিবার বিকেলে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচী ঘোষনা করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy