আশিফুজ্জমান শরাফত:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে ভোর থেকে চট্টগ্রামের শহীদ মিনারে ঢল নামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের। শ্রদ্ধার ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনারের বেদি।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই নগরের মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণের অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছেন বিভিন্ন বয়সের নারী-পুরুষ।
সারিবদ্ধভাবে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আসছে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাতে।
এদিকে নতুন প্রজন্মের মাঝে ভাষা শহীদদের আত্মত্যাগ ও মাতৃভাষার তাৎপর্য ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন সংগঠন আয়োজন করেছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
এছাড়া, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান এবং সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
এর আগে একুশের প্রথম প্রহরে পুলিশের সশস্ত্র অভিবাদনের মধ্য দিয়ে রাত ১২ টা ১ মিনিটে নগরের মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় চট্টগ্রামে আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের আনুষ্ঠানিকতা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy