রেখা মনি, নিজস্ব প্রতিবেদকঃ
Facebook Twitter Instagram share
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ের সাত দিন পর শ্বশুর বাড়ি থেকে শারমিন আকতার (১৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
Surjodoy.com
বুধবার (১৯ মে) সকালে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
The Daily surjodoy
নিহত শারমিন আকতার পাশের সাঘাটা উপজেলার সাথালিয়া গ্রামের মোজাফ্ফর রহমানের মেয়ে।
এ ঘটনায় জুয়েল মিয়া নামের এক যুবকে আটক করেছে পুলিশ। তিনি একই গ্রামের ঠান্ডু আকন্দের ছেলে।
The Daily surjodoy
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন প্রেমের পর গত বুধবার (১২ মে) ওই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে রেহান মিয়ার সঙ্গে শারমিন আক্তারের বিয়ে হয়। এ বিয়ে মেনে নিতে পারেন নি রেহানের পরিবার।
বুধবার সকালে প্রতিবেশীরা ঘরে শারমিনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
The Daily surjodoy
এদিকে নিহত গৃহবধূর স্বজনদের অভিযোগ, শারমিনের শ্বশুরবাড়ির লোকজনের নির্মম নির্যাতনে তার মৃত্যু হয়েছে।
The Daily surjodoy
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদি হাসান বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে হত্যা মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy