1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
বিয়ে করলেন ইউটিউবার-অভিনেতা সালমান মুক্তাদির
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের লোহাগাড়ায় প্রকাশ্যে গাঁজা সেবনে বাধা দেওয়ায় জীবন দিতে হলো এক পল্লী চিকিৎসককে।  কক্সবাজারের ঈদগাঁওতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু। আলোকিত শিখা ফাউন্ডেশন কর্তৃক দুস্থ, অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুমিল্লা মহেশাঙ্গণে বাসন্তী উৎসব ৩ এপ্রিল থেকে শুরু  ❝আমার পোলাডার কত স্বপ্ন আছিলো দেশের বাইরে যাইবো, বিজ্ঞানী হইবো, বড়দেশের নাগরিক হইবো। লামায় কিস্তির টাকার টেনশনেই গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা  কাঠগড়ায় দাঁড়িয়ে পলক বললেন, ঈদ মোবারক প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার নিকট নওগাঁর শিক্ষা অফিসারদের স্মারকলিপি প্রদান বিএনপিতে কোন সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি এবং মাদক কারবারীদের স্থান নেই : অধ্যক্ষ  সেলিম ভূইয়া বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাভারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিয়ে করলেন ইউটিউবার-অভিনেতা সালমান মুক্তাদির

  • আপডেট টাইম : বুধবার, ৩ মে, ২০২৩, ১২.১০ পিএম
  • ২৯১ বার পঠিত

দিলনাজ খালেক

দেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ তিনি। ভক্ত-অনুসারীরা ধরেই নিয়েছিল, সহসা ছাদনাতলায় যাচ্ছেন না এই তারকা। তার কথাবার্তায়ও সে আভাস উঠে এসেছে বারংবার। না, শেষ পর্যন্ত আর ব্যাচেলর গল্পের নায়ক হয়ে থাকলেন না তিনি। বিয়ে করে শুরু করলেন দ্বৈত জীবন!

বলা হচ্ছে, ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদিরের কথা। আচমকা বিয়ের ঘোষণা দিলেন তিনি। বিয়ের সাজে এক তরুণীর সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে জানালেন, বাকি জীবন এই রমণীর সঙ্গেই কাটাবেন। তবে তার নাম-পরিচয় কিছু প্রকাশ করেননি সালমান।

মঙ্গলবার (২ মে) ফেসবুক পেজের ওই পোস্টে সালমান লিখেছেন, “সালমান মুক্তাদির’র সমাপ্তি- ৩০-০৪-২০২৩। সারা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।”

এদিকে সালমান নিজে ঘোষণা দিলেও বিয়ের খবরটি অনেকের বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। কেউ কেউ ধারণা করছেন, এটি হয়ত নতুন কোনও মজার কনটেন্ট! তাই বিয়ের বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে সালমান মুক্তাদিরকে একাধিকবার কল করা হয়। কিন্তু তিনি সাড়া দেননি।

তবে সালমান ও তার ‘স্ত্রী’ যে পোশাক পরেছেন, সেই পোশাকের ডিজাইনার সাফিয়া সাথীও বিয়ের খবরটি নিশ্চিত করেছেন। ফেসবুকে সাফিয়া লিখেছেন, ‘‘রাত সাড়ে ১২টার দিকে টেক্সট দেখি ‘কাল আমার বিয়ে এবং আমি দুপুর ২টার আগে একটি পাঞ্জাবি অথবা শেরওয়ানি চাই। আপনাদের কি রেডিমেড কিছু আছে, যেটা আমি কিনতে পারি?’ আমি তাকে তাৎক্ষণিক জিজ্ঞেস করি, তুমি বলো এটা কোনও মজা না? সে বলল, ‘না সত্যিই কাল আমার বিয়ে।’ তাদের নতুন জার্নির অংশ হতে পেরে টিম সাফিয়া খুব উচ্ছ্বসিত।’’

সালমানের বিয়ের পোস্টে তার ঘনিষ্ঠজন, কনটেন্ট ক্রিয়েটররা শুভেচ্ছা-ভালোবাসা জানিয়েছেন। উপস্থাপক রাফসান সাবাব লিখেছেন, ‘যন্ত্রণাগ্রস্থ তোমার মন-মাথা দেখা থেকে সুদর্শনা সঙ্গীর দ্বারা তোমার হৃদয় জয় করে নেওয়া দেখছি, এর চেয়ে বেশি খুশির কিছু হতে পারে না। এটা নতুন এক গল্পের সূচনা হোক। ভালোবাসা, শান্তি আর আনন্দে থাকো। শুভেচ্ছা দুজনকে।’

কনটেন্ট ক্রিয়েটর ও শিক্ষক আয়মান সাদিক বলেছেন, ‘আমি কখনও ভাবিনি এই দিনটি দেখবো। তোমাদের আনন্দিত দেখে খুব ভালো লাগছে। দুজনের সুখি-শান্তিপূর্ণ এক যাত্রার জন্য শুভকামনা রইলো।’

উল্লেখ্য, সালমান মুক্তাদিরের ইউটিউব চ্যানেলের নাম ‘সালমান দ্য ব্রাউনফিশ’। ২০১২ সাল থেকে তিনি কনটেন্ট বানিয়ে আসছেন। ১৬ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে তার চ্যানেলটিতে। ইউটিউব জগতে দেশের সফলতম কনটেন্ট ক্রিয়েটর তিনি। বলা হয়, তার নির্মিত কনটেন্ট দেখে কিংবা তাকে অনুসরণ করেই দেশে ইউটিউব-ফেসবুক কনটেন্ট ক্রিয়েশনের জোয়ার এসেছে। এজন্য অনেকে তাকে এই প্ল্যাটফর্মের ‘কিং’ বলে অভিহিত করেন। সালমান বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews