শহিদুল ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর জেলার মহিপুর থানার মহিপুর ইউনিয়নে বৌভাতের অনুষ্ঠানে মাংস কম দেয়া নিয়ে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মো. রাসেল মিয়া, মো. সেলিম হোসেন ও মো. হাসানকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভাঙচুর করা হয় বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেল, চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাবপত্র। শুক্রবার বিকেলে মহিপুর থানার মহিপুর ইউনিয়নের এ ঘটনা ঘটে।
ওই এলাকার বাসিন্দারা জানান আনুমানিক প্রায় দুই মাস আগে মহিপুর ইউনিয়নের আরিফের সঙ্গে বিয়ে হয় মহিপুর ইউনিয়নের রাজিয়ার সাথে ।
গত বুধবার আনুষ্ঠানিকভাবে ছেলেপক্ষ মেয়েকে তুলে আনে। শুক্রবার মেয়েপক্ষের লোকজন ছেলের বাড়িতে মেয়েকে নিতে আসেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বরপক্ষের একজন জানান, ‘শুক্রবারের অনুষ্ঠানে মেয়ে পক্ষ থেকে ২৫ জন অতিথি আসার কথা ছিল।
আমরা সেই হিসাব করে খাবারের আয়োজন করেছিলাম। কিন্তু মেয়েপক্ষ থেকে ৭৫ জন অতিথি আসেন। যে কারণে আমাদের খাবার কম পড়েছে।
খাবার দেওয়ার সময় মাংস কম দেওয়াই মেয়ে পক্ষের লোকজন উত্তেজিত হয়ে পড়ে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দৌড়াদৌড়ি ও হাতাহাতিতে বেশ কয়েকজন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’