প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৪, ১২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২১, ৯:১৫ পি.এম
বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোলে ভুুমিহীন পরিবারদের প্রধান মন্ত্রীর দেওয়া দুই শতক জমি ও আধা পাকা ঘর বরাদ্দকৃতদের কথা বলে মোটা অংকের অর্থ আদায়ের অভিযোগ উঠেছে বেনাপোল ভুমি অফিসের সহকারী কর্মকর্তা ওয়াসিমের বিরুদ্ধে।
ভুমিহীন গৃহহীন মানুষদের প্রতিটি পরিবারের নিকট থেকে ২২ হাজার করে টাকা নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ করেছে ভুক্তভোগি পরিবার। অর্থ নিতে ওয়াসিমকে সহযোগিতা করেছে বেনাপোলের ইলেকট্রিক মিস্ত্রি খোকন এবং খান নামে আর একজন দালাল।
সম্প্রতি বেনাপোল ভুমি অফিসে কর্মরত ওয়াসিম বেনাপোল পৌরসভা এলাকার ভবেরবেড় গ্রামের সাবিনা ইয়াসমিন, নার্গিস খাতুন, হালিমা খাতুন প্রত্যেকের নিকট থেকে ২২ হাজার করে টাকা নিয়েছে বলে অভিযোগ করেছে।
ভুক্তভোগি নার্গিস বেগম বলেন সে একজন ভুমিহীন এবং গৃহহীন মানুষ। তাকে ঘর দেওয়ার কথা বলে তার নিকট থেকে ২২ হাজার টাকা দাবি করে। এবং ওই টাকা তাৎক্ষনিক দিতে হবে বলে তারা আমাকে চাপ দেয়। আমি ওই সময় বলি সমিতি থেকে টাকা ঋন নিয়ে আমি দিব। এরপর আমি সমিতি থেকে ঋন নিয়ে ঘরের টাকা পরিশোধ করি। তখন অসীম খোকন ও খান বলে আমাকে ঘর ও গরু দিবে সাথে দুই শতক জমি । মাত্র তিন মাসের কথা বলে টাকা নিয়ে আজ সাত মাস গত হয়ে যাচ্ছে আমাদের সেই ঘর বরাদ্দের কোন খবর নেই। একই সুরে অভিযোগ করেন ইয়াসমিন ও হালিমা খাতুন। ভুক্তভোগি সকলে তাদের টাকার ডেমারেজ সহ অর্থ দাবি করে।
বেনাপোল রেল রোডের ইলেকট্রিক মিস্ত্রি খোকন বলেন, যাদের নিকট থেকে টাকা নেওয়া হয়েছে তাদের টাকা ফেরত দেওয়া হবে। ওয়াসীম টাকা নিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন সেই তো ভুমি অফিসের লোক। সে সব টাকা দুই একদিনের মধ্যে ফেরত দিবে।
বেনাপোল ভবেরবেড় গ্রামের নজরুল ইসলাম বলেন বেনাপোল ভুমি অফিসের ওয়াসীম, রেল রোডের দোকানদার খোকন ও দালাল খান এরা মিলে সকলের নিকট থেকে ২২ হাজার করে টাকা নিয়েছে। যার ভিডিও রেকর্ড তার কাছে আছে। তারা টাকা ফেরত দেওয়ার কথাও বলেছে।
এ বিষয় বেনাপোল ভুমি অফিস এর সহকারী ওয়াসীম বলেন এ অর্থ নেয়নি। আমাকে অযথা জড়ানো হচ্ছে। খোকন ও খান টাকা নিয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন তারা নিয়ে থাকতে পারে এমন পাল্টা বক্তব্য দেন ওই কর্মকর্তা এবং নিজেকে ধূয়াতুলষী পাতা বলে সাফাই দেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy