ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ | প্রিন্ট
বিশ্বসেরা তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ গবেষক
বিশ্বসেরা গবেষকদের তালিকায় এ বছর স্থান পেয়েছেন বাংলাদেশের ১৭৮৮ জন গবেষক। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থান পেয়েছেন ৪০ জন গবেষক।
গত রবিবার অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স নামে আন্তর্জাতিক গবেষক ও বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং প্রতিষ্ঠান এ তালিকা প্রকাশ করে। এতে বিশ্বের ১৩ হাজার ৫৩১টি বিশ্ববিদ্যালয়ের ৭ লাখ ৮ হাজার ৪৮০ জন বিজ্ঞানী ও গবেষক স্থান পান।
গুগল স্কলারে এইচ-ইনডেক্স এবং আই ১০ ইনডেক্স স্কোর এবং সাইটেশনের ওপর ভিত্তি করে বিজ্ঞানীদের মোট এবং শেষ পাঁচ বছরের তথ্য বিশ্লেষণ করে এ তালিকা প্রকাশ করা হয়। নিজ নিজ গবেষণার বিষয় অনুযায়ী গবেষকদের বিশ্ববিদ্যালয়, নিজ দেশ ও বিশ্বে গবেষকদের অবস্থান নিয়েও তথ্য প্রকাশ করা হয়েছে। মোট ১২টি ক্যাটাগরিতে এ তালিকা প্রকাশ করা হয়।
এ বছর এগ্রিকালচার অ্যান্ড আর্কিটেকচার বিভাগে ঢাবির দু’জন, বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে তিনজন, ইকোনমিক অ্যান্ড ইকোনমেট্রিক্স বিভাগে পাঁচজন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগে ছয়জন, মেডিকেল অ্যান্ড হেলথ সায়েন্সেস বিভাগে ৯ জন, ন্যাচারাল সায়েন্সেস বিভাগে চারজন, সোশ্যাল সায়েন্সেস বিভাগে চারজন এবং অন্যান্য বিভাগে সাতজন শিক্ষক স্থান পেয়েছেন।
অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ৪৯ জন শিক্ষক এ তালিকায় স্থান পেয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্থান পেয়েছেন ২১ শিক্ষক; বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫০ জন; শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫৪ জন; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২১ জন; খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৩৪ জন; হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৩ জন শিক্ষক স্থান করে নিয়েছেন এ তালিকায়।
এ ছাড়া তালিকায় স্থান পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের ২৫ শিক্ষক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দু’জন, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাতজন এবং কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৭ গবেষক স্থান পেয়েছেন বিশ্বসেরা গবেষক ও বিজ্ঞানীর তালিকায়।