যিনি বিশ্বাস,চেষ্টা ও পরিশ্রম দিয়ে সফলতার মুখ দেখেছেন এবং নিজ অধ্যবসায়ে মনের গহীনে লালিত স্বপ্নকে স্পর্শ করে আজ স্বীয় সম্পাদনায় পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন ডেইলি বিডি নিউজ ডট নেট নামক অনলাইন পত্রিকাটিকে। নদীর এপার থেকে ওপার প্রতিনিয়ত ছুটে বেড়িয়েছেন জীবনের স্বপ্ন পূরণের লক্ষ্যে। অসংখ্য পাঠকের ভালোবাসা নিয়ে আজ তাঁর স্বপ্নের অনলাইন দৈনিকটি ছুটে চলেছে হিমালয়সম উচ্চতা পানে।
ফারহানা বেগম হেনা,সিলেটে নারী সাংবাদিকতার একজন অগ্রদূত হিসেবে সর্বমহলে পরিচিত। ৮ই মার্চ ২০১৪ সালে তিনি প্রতিষ্ঠা করেন “ডেইলি বিডি নিউজ ডট নেট” নামক অনলাইন পত্রিকা। এবং সেই সূচনালগ্ন থেকে আজ অবধি সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সবাই ভাববেন সময়তো খুবই অল্প,কিন্তু আমি বলবো একজন নারীর জন্য এই কয়েকটি বছর কয়েক যুগের সমান। নানা প্রতিকূলতার মাঝে ধীরে ধীরে অগ্রসর হয়ে এতদূর আসা চাট্টিখানি কথা নয়। পুরুষশাসিত সমাজে একজন নারী সাংবাদিকের এতদূর এগিয়ে আসা কি সামান্য কয়েকটি শব্দে প্রকাশ করা সম্ভব?
সিলেটের প্রথম দিকের নারী সাংবাদিক তিনি। কর্মস্থলে দীর্ঘক্ষন কাজ করতে করতে মেয়েদের জন্যে আলাদা টয়লেট না থাকায় কত যে অসুবিধা,তা আজকের সময়ে বিভিন্ন গণমাধ্যমে কাজ করা মেয়েরা কল্পনাও করতে পারবে না। কিন্তু ফারহানা বেগম হেনা সেই নারী,যিনি অবান্ধব পরিবেশেই মুখ বুঁজে কাজ করে গেছেন। আর তাইতো আজ তিনি সাহসী,কপটতাহীন,তোষামোদ-বর্জিত,স্পষ্টভাষি এবং আপসহীন সাংবাদিক হিসেবে সর্বমহলে সম্মানিত।
যতদূর মনে পড়ে গতবছর একটি অনুস্টানে সদ্য সাংবাদিকতায় আসা তরুন তরুনীদের উদ্দ্যেশে তিনি বলেছিলেন-এখনকার সাংবাদিকরা অনেক সাহসী।
আপনারা আজ অতি সহজেই নির্বিঘ্নে হাটে,মাঠে কাজ করতে পারছেন কিন্তু আমাদের সময় এতটা সহজ ছিল না। বর্তমানে ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারনে যখন যেখানে যে অবস্থাতেই থাকেননা কেন নিউজ কিন্তু সাথে সাথে বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছেন মুহূর্তের মধ্যেই। কূটনীতিক,অর্থনৈতিক,অপরাধমূলক,সামাজিক বিভিন্ন ধরনের রিপোর্ট,প্রতিবেদন তৈরি করছেন। স্পটে কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সংবাদ সংগ্রহের জন্য উপস্থিত হন। সেটা যত বিপদসংকুল স্থানই হোক না কেন। নির্ভীক এই সাংবাদিকরাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে সত্য সংবাদ প্রকাশের মাধ্যমে। আপনার একটি সংবাদই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। মুহূর্তে বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারেন আমাদের সোনার বাংলাকে।
নারী সাংবাদিক ফারহানা বেগম হেনা শুধু মাত্র সাংবাদিকতা নিয়েই আছেন তা কিন্তু নয়। সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন সমাজ কর্মীও সামাজিক বিভিন্ন কর্মকান্ডের সাথে রেখেছেন নিজেকে জড়িয়ে। সাংবাদিক ফারহানা একজন বাংলাদেশ পল্লী চিকিৎসক। তিনি দীর্ঘ দিন থেকে দুস্ত অসহায় মানুষকে দিয়ে আসছেন বিনা মূল্যে চিকিৎসা সেবা। যেকোনো দূর্যোগ পূর্ণ সময়ে বিনামূল্যে ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ করে থাকেন নিজ উদ্যোগে ও বিভিন্ন সংগঠনের মাধ্যমে। শুধু কি তাই শীতের সময় গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ,রমজান মাসে খাদ্য সামগ্রী বিতরণ,ঈদের সময় ঈদের খাদ্য সামগ্রী বিতরণ,গোপনে রক্তদান,গরীব অসহায় রুগীকে আর্থিক সহায়তা সহ বিভিন্ন সময় সামজসেবা মূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। করোনা ভাইরাস এর মহামারী পরিস্থিতির সময় নিরবে নিবৃত্তে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন খাদ্য সামগ্রী নিয়ে। এমন অনেক কাজ তিনি নিরবে নিবৃত্তেই করে থাকেন যা অপ্রকাশিত থেকে যায়। তিনি এমনই একজন আলোকিত মানুষ।
সংস্কৃতিমনা নারী জাতির একনিষ্ঠ পৃষ্ঠপোষক ফারহানা বেগম হেনা’কে আমার সশ্রদ্ধ সালাম। নারীর সাহায্যে, তার চিন্তাশীলতা ও সচেতনতায় নব সমাজের নির্মাণ সুদৃঢ় হতে পারে। – লেনিনের এই মতবাদে সমাজকল্যানে উদ্ভাসিত হোক আপনার সৃজনশীলতা। আমি এই সাহসী,কপটতাহীন,তোষামোদ-বর্জিত এবং আপসহীন সম্পাদকের দীর্ঘায়ু জীবন কামনা করছি। সাংবাদিকতায় আমাদের পথ প্রদর্শক হয়ে তিনি আমাদের
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy