বদরুন্নাহার চৌধুরী লিটা নিজস্ব প্রতিবেদকঃ
বিয়ের পিঁড়িতে মধুরিমা
‘মোহর’ এবং ‘শ্রীময়ী’ ধারাবাহিক দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন মধুরিমা। পাশাপাশি তিনি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘এক্স=প্রেম’ ছবি দিয়ে সিনেমায় ডেবিউ করছেন। বিজ্ঞাপনের জগতেও মধুরিমা জনপ্রিয় মুখ। সেই অভিনেত্রী এবার বিয়ের পিঁড়িতে বসছেন।
মধুরিমার পাত্র সিনেমা ইন্ডাস্ট্রির কেউ নয়, হবু বরকে নিয়ে এখনই মুখ খুলতে না তিনি। মধুরিমা বলেছেন, ‘আগামী বছরেই বিয়ের পরিকল্পনা ছিল। কিন্তু এই মুহূর্তে আমার বাবা খুব অসুস্থ। তাই এখনই এ সব নিয়ে ভাবছি না।’
ব্যক্তিগত জীবনটা আড়ালেই রাখতে চান অভিনেত্রী। পর্দায় ডিঙ্কার সঙ্গে বিয়ে টেকেনি কিয়ার, মোহর ধারাবাহিকেও এসিপি স্যারের সঙ্গে টালমাটাল দাম্পত্য শ্রেষ্ঠার। কিন্তু পর্দার বাইরে গুছিয়ে সংসার করতে আগ্রহী মধুরিমা।
পছন্দের পাত্রর সঙ্গেই চার হাত এক হবে মধুরিমার। দুই পরিবারের মধ্যে বিয়ের পাকা কথাও নাকি হয়ে গিয়েছে বলে ঘনিষ্ঠমহল সূত্রে খবর। কিন্তু সম্প্রতি অভিনেত্রীর বাবা অসুস্থ হওয়ার জেরেই বিয়ের আয়োজন নিয়ে কিছু বলতে চান না মধুরিমা।