আব্দুর রাজ্জাক কাজল ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ১৮ নভেম্বর বৃহস্পতিবার একি উপজেলার সোনাহাট ইউনিয়নের ব্যবসায়ী আব্দুস সামাদের মেয়ে তোহফা সাদিয়া বিথির সাথে ইসলামী শরিয়াত মোতাবেক তার বিয়ে সম্পন্ন হয়।
শোভনের পিতা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী খোকন বলেন ৫ লাখ ১ হাজার টাকা দেন মোহরানা নির্ধারণে করে আমার ছেলের বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ে করান সোনাহাট ইউনিয়নের কাজি মো. আব্দুল মান্নান। ঘরোয়াভাবে দুই পক্ষের সম্মতিতে বিয়ে হয়েছে। তবে বৌভাতসহ বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা কয়েক দিন পরে হবে বলে জানান।
শোভনের পিতা আরও জানান, তার পুত্রবধূ তোহফা সাদিয়া বিথি ভূরুঙ্গামারী উপজেলার শালঝোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিয়ের ছবি দেখে শোভন এবং নববধূর সাজে বিথির ছবি দেখে শুভেচ্ছা জানাচ্ছেন তার ভক্ত ও অনুসারীরা।
পারিবারিক সূত্রে জানায়, দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে ছিলেন শোভন ও বিথি। সেই সম্পর্কের জের ধরেই ঘরোয়াভাবে বিয়ের সম্পাদনের কাজ করেছেন দুই পরিবার।
এর আগে বিগত ২০১৯ সালে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালনকালে শোভনের বিয়ে হয়েছে গুঞ্জন উঠেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন যুবতীর সাথে তার ছবি শেয়ার দিয়ে শোভনকে বিবাহিত দাবি করেছিল ছাত্রলীগের একটি অংশ। সে সময় শোভন বলে ছিলেন বিয়ে করিনি তবে বিয়ে করলে সবাইকে জানিয়ে করবেন বলে বলেছিলেন।সবাইকে জানিয়ে বিয়ে করে তারি প্রমান দিলেন।
২০১৮ সালের ৩১ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের দুই বছর মেয়াদী কেন্দ্রীয় নির্বাহী সংসদকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এক বছরের মাথায় অভিযোগ ও অনিয়মের কারণে তাকে সরে যেতে হয়েছিল।
তিনি এখন মনোযোগ দিয়েছেন ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলা কুড়িগ্রাম-১ আসনের মানুষদের সাথে। বর্তমানে এই এলাকার মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy