
তাজ চৌধুরী, দিনাজপুর ব্যুরো।
র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক অভিযান পরিচালনা করে মূল্যবান কষ্টিপাথরের তৈরি স্বরস্বতী মূর্তি/শিল্পকর্মসহ ২ জন আসামীকে গ্রেফতার করেছে।
দিনাজপুরে র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ এর একটি আভিযানিক দল তারিখ ১৫ আগষ্ট ভোর রাতে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন মাকড়াই দিনাজপুর ঠাকুরগাঁও সড়কের পূর্বে পার্শ্বে জননী ফিলিং স্টেশন এর সংলগ্ন অভিযান পরিচালনা করে অতি মূল্যবান কষ্টিপাথরের তৈরি স্বরস্বতী মূর্তি/শিল্পকর্মসহ কাহারোল উপজেলার ডহন্ডা গ্রামের মৃত ভূপেন্দ্র নাথের ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী লিটন চন্দ্র রায়(৩২) ও সুজালপুর মাকড়াই গ্রামের মো: বজির মিয়ার ছেলে মোঃ লিমন রাজা(৩২) কে আটক করে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় স্বীকার করে যে তাহারা ৫/৬ মাস পূর্বে উক্ত কষ্টি পাথরের মূর্তিটি স্থানীয় ভাবে সংগ্রহ করে এবং মোটা অংকের টাকার বিনিময়ে নিজেদের হেফাজতে রাখিয়া বিদেশ পাচারের জন্য চেষ্টা করে। ১৫/০৮/২০২০ রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ সিপিসি-১ এর অভিযানিক দল আসামী দুজকে উক্ত কষ্টি পাথরের মূর্তি/শিল্পকর্ম সহ গ্রেফতার করে।
পরবর্তীতে র্যাব বাদী হয়ে ১৯৭৪ এর ২৫ বি(১)(অ)/২৫উ ধারার সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে এবং আসামীদের বীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে বীরগঞ্জ থানার এস আই আবু বক্কর সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
[…] তাজ চৌধুরী, দিনাজপুর ব্যুরো রংপুর রেঞ্জের ২০২০ সালের জুন ও জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভায় জনাব দেবদাস ভট্টাচার্য বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ মহোদয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর রেঞ্জ এর সকল ইউনিটের সাথে সংযুক্ত হয়ে ইউনিট সমূহের আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করেন এবং বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এই মূল্যায়নে তিনি গত জুন ও জুলাই/২০ মাসের আভিযানিক এবং প্রশাসনিক ক্ষেত্রে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ জুন/২০ এর জন্য শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হোন! এই নিয়ে এপ্রিল,মে ও জুন/ ২০ মাসে টানা তৃতীয়বারের ন্যায় শ্রেষ্ঠ পুলিশ সুপার বিবেচিত হওয়ার গৌরব অর্জন করেন দিনাজপুর জেলার সুযোগ্য ও সম্মানিত অভিভাবক, মানবিক পুলিশিং এর কর্ণধার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)। উল্লেখ্য যে তিনি অত্র জেলায় দায়িত্বভার গ্রহণ করার ৮ মাস কর্মকালীন সময়ে ৪ বার ই অত্র রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে বিবেচিত হয়েছেন। তিনি অত্র জেলায় যোগদানের পর প্রতি মাসে থানায় অপরাধ সভা, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রন, দক্ষতা, কতর্ব্য নিষ্ঠা, সততা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখা সহ বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন! ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচালিত এই মূল্যায়ন সভায় কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ পুলিশ সুপার মহোদয়কে শুভেচ্ছা জানান মাননীয় রেঞ্জ ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য,বিপিএম মহোদয়। এসময় জেলা পুলিশ, দিনাজপুর এর বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ বিশেষ পুরস্কারে ভূষিত হন। উক্ত ভিডিও কনফারেন্সে পুলিশ অফিস সম্মেলনকক্ষ, দিনাজপুর এ উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক, বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম,(বার) পুলিশ সুপার, দিনাজপুর মহোদয় ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ! […]