দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোঃ রবিউল ইসলাম (৫৩) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক নিহত হয়েছে। এই দুর্ঘটনায় একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তার স্ত্রী ফেন্সি বেগম (৪৫) ও ছেলে সংগ্রাম (২৩) আহত হয়েছে।
মোঃ রবিউল ইসলাম উপজেলার সাতোর ইউনিয়নের চকপাতলা গ্রামের মৃত ছবির উদ্দিনের ছেলে এবং বীরগঞ্জ উপজেলার চৌপুকুরিয়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বুধবার সন্ধ্যা ৭টায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের উপজেলার হাবলুর হাট সংলগ্ল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, রবিউল ইসলাম তার স্ত্রী ফেন্সি বেগম ও ছেলে সংগ্রামকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বীরগঞ্জে আসছিলেন ছেলের ল্যাপটপ কেনার জন্য। সন্ধ্যা সাতটায় বীরগঞ্জ উপজেলার হাবলুর হাট সংলগ্ন এলাকায় মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্্রাক্টর কে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করে। আহত স্ত্রী ফেন্সি বেগম ও ছেলে সংগ্রাম কে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ আফরোজা সুলতানা লুনা জানান, নিহতের স্ত্রী এবং ছেলে বর্তমানে আশঙ্কা মুক্ত।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy