প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ৫:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২০, ৬:৪০ পি.এম
বুড়িমারীতে জুয়েল হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন পাটগ্রাম মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আয়োজন করেন।
এ,এইচ,এম তারেকুজ্জামান ফাইন প্রধান, লালমনিরহাট জেলা প্রতিনিধি:
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পাটগ্রাম উপজেলা এর আয়োজনে আজ চৌরঙ্গী মোড়ে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বুড়িমারীতে জুয়েল হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদে কুরআন অবমাননার গুজব ছড়িয়ে মানসিক ভারসাম্যহীন রংপুরের শালবন মিস্ত্রি পাড়ার আবু ইউনুস শহীদুন্নবী জুয়েলকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা ও তার লাশ আগুনে পুড়িয়ে দেয়া হয়।
এর প্রতিবাদে রোববার বেলা ১২টায় প্রায় ঘণ্টা ব্যাপী পাটগ্রাম পৌর শহরের চৌরাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। মানব বন্ধন সমাবেশে সংগঠনের সভাপতি এ,এইচ, এম তারেকুজ্জামান ফাইন প্রধান বলেন, কুরআন অবমাননার কথা শুনে প্রথমে আমার খটকা লেগেছিল কিন্ত প্রকৃত ঘটনা যখন বেরিয়ে আসতে শুরু করেছে তখন হতবাক হয়ে যাই। বুড়িমারী মুক্তিযুদ্ধের ছয় নম্বর সেক্টর ছিল।
জুয়েলকে হত্যা করে দুর্বত্তরা সেই সেক্টরকে অপমান করেছে। সমাবেশে আরো বক্তব্য রাখেন পাটগ্রাম টিএন উচ্চ বিদ্যালয় আ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল ওহাব প্রধান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আসাদ, সাবেক ছাত্রলীগ সেক্রেটারি রোকনুজ্জামান রুমেল মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এম ওয়াজেদ আলী প্রমুখ।
উল্লেখ্য, গত বৃহ্স্পতিবার সন্ধায় বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদে কুরআন অবমাননার গুজব রটিয়ে রংপুর শালবন মিস্ত্রিপাড়ার মৃত আব্দুল ওয়াজেদের তৃতীয় সন্তান জুয়েলকে দুর্বৃত্তরা নৃশংসভাবে হত্যা করে লাশ আগুনে পুড়িয়ে দেয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy