রেখা মনি, নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাটের বুড়িমারীতে গণপিটুনিতে নিহত শহিদুন্নবী জুয়েলকে হত্যা ও মরদেহ পোড়ানোর দায়ে তিন মামলায় গ্রেফতার ৫ জনকে ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আগামী মঙ্গলবার শুনানীর দিন ধার্য করেন আদালত।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল আদালত ৩ এর বিচারক বেগম ফেরদৌসী বেগম শুনানীর দিন ধার্য করেন।
লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে আলোচিত এ তিনটি মামলা তদন্তভার দেয়া হয়। হত্যা মামলায় গ্রেফতার ৫ আসামীকে ৫ দিন করে রিমান্ডের আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মাহমুদুন্নবী।
লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশের (ওসি) ওমর ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, ওই এলাকার ইসমাইল হোসেনের ছেলে আশরাফুল আলম (২২) ও বায়েজিদ (২৪), ইউসুব আলী ওরফে অলি হোসেনের ছেলে রফিক (২০), আবুল হাসেমের ছেলে মাসুম আলী (৩৫) এবং সামছিজুল হকের ছেলে শফিকুল ইসলাম (২৫)।
নিহত শহিদুন্নবী জুয়েলকে হত্যার দায়ে নিহতের চাচাত ভাই সাইফুল আলম বিপ্লব বাদি হয়ে শনিবার (৩১ অক্টোবর) একটি মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেফতার ৫ আসামীকেই ৫ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মাহমুদুন্নবী। মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানীর দিন ধার্য করে আসামীদের হাজতে পাঠানোর নির্দেশ দেন আমলি আদালত ৩ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফেরদৌসী বেগম।
এ ঘটনায় পুলিশের উপর হামলার দায়ে পাটগ্রাম থানার উপ পরিদর্শক (এসআই) শাহজাহান আলী বাদি হয়ে এবং ইউনিয়ন পরিষদ ভাঙচুরের দায়ে অপর একটি মামলা দায়ের করেন বুড়িমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত। বহুল আলোচিত তিনটি মামলায় জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। এ মামলায় এই প্রথম ৫ আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টায় পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজারের বাসকল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।