প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৬:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২১, ৩:৫৫ পি.এম
বুধবার খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
বুধবার খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জবি প্রতিনিধি
লকডাউনে দীর্ঘদিন বন্ধের পর স্বাস্থ্যবিধি মেনে বুধবার (১১ আগস্ট) থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দপ্তর সমূহ খোলা থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ সময়ে সরাসরি শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও অনলাইন কার্যক্রম অব্যাহত থাকবে।
মঙ্গলবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ তথ্য জানা যায়। এর আগে সোমবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ, মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা কর্তৃক জারিকৃত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ১১ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, বিভাগ ও দপ্তর সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক খোলা থাকবে।
এ সময় সরাসরি শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। তবে অনলাইন শিক্ষা কার্যক্রম যথারীতি চালু রাখার নির্দেশনাও দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
এর আগে সরকারের দেয়া কঠোর বিধিনিষেধ ও লকডাউনের দরুন দফায় দফায় ছুটি বাড়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর প্রেক্ষিতে জুলাই ১ হতে জুলাই ৭ পর্যন্ত জরুরি পরিষেবা ব্যতীত জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে। পরবর্তীতে ৮ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত এ বন্ধের মেয়াদ বৃদ্ধি করা হয়। এরপর ঈদুল আজহা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকা অনুযায়ী ১৮ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত ১২ দিন এবং পরবর্তীতে সরকারের নিষেধাজ্ঞার কারণে ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, বিভাগ ও দপ্তর বন্ধ থাকে। সবশেষ করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে ৬ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত বন্ধ থাকে বিশ্ববিদ্যালয়। বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজকর্ম ভার্চুয়ালি পরিচালিত হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy