প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৩:২২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২১, ২:৫৯ এ.এম
বুড়িমারী স্থলবন্দর ওমিক্রন ঝুঁকিতে
সেলিম সম্রাট,নিজস্ব প্রতিবেদকঃ
করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিষয়ে এরইমধ্যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সারাদেশে কড়া সতকর্তা অবলম্বন করেছে সরকার। সতর্কতা নেওয়া হয়েছে দেশের বৃহত্তর স্থলবন্দর বুড়িমারীতেও। তবে ভারতীয় ট্রাক চালকদের সঠিক ভাবে পরীক্ষা না করেই বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়ার অভিযোগ উঠেছে ওই বন্দরে দায়িত্বরত স্যাকমো জিল্লুর রহমানের বিরুদ্ধে।
গতকাল বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষা একজন পিওন দ্বারা পরিচালিত হচ্ছে মেডিকেল ক্যাম্পটিতে। স্বাস্থ্য পরীক্ষা করার জন্য নিয়োজিত ডাক্তার উপস্থিত না থাকায় উদ্বিগ্ন ভারতীয় ট্রাক ড্ররাইভাসহ স্থথানীয়রা।
এদিকে স্পর্শকাতার এ ভাইরাসের বিষয় নিয়ে দায়সারা ভাবে অবহেলা করার কারণে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন চলাচলরত মালবাহী ট্রাক চালকরা। এসময় স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে ডাক্তার সাহেব এখানে ডিউটি না করে পাটগ্রামে তার ব্যক্তিগত চেম্বার করছে।
জানা যায়, করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করায় রোগ প্রতিরোধে দেশের প্রতিটি ইমিগ্রেশনে মতো বুড়িমারী স্থলবন্দরেও বসানো হয়েছে মেডিকেল টিম। তবে করোনা ভাইরাস পরিক্ষা বা স্বাস্থ্য পরিক্ষার মতো কোনো ধরনের যন্ত্রপাতি নেই।
বুড়িমারী ইমিগ্রেশন দিয়ে আসা ট্রাক চালকদের মাত্রাতিরিক্ত জ্বর,সর্দি,কাশি, হাচি, শ্বাসকচ,গলা ব্যথা হচ্ছে কি না শুধু তাই জিজ্ঞাসাবাদে চলছে করোনা ভাইরাস নির্ণয়। থার্মোমিটার দিয়ে জ্বর পরিক্ষা করা হচ্ছে। ফলে এই স্থলবন্দরে করোনা সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে। সময় দ্রুত থার্মাল স্ক্যানার বসানোর দাবি জানান স্থানীয়রা।
বুড়িমারী ক্যাম্পে দায়িত্বরত স্বাস্থ্য বিভাগের স্যাকমো জিল্লুর রহমান বলেন, আমি কিছু সময় সেখানে ছিলাম না, পারসোনাল চেম্বারের বিষয়ে জানতে চাইলে তিনি দ্রুত ফোন কেটে দেন ।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা সাইফুর ইসলাম বলেন, এরআগেও ওই স্যাকমো জিল্লুর রহমানের নামে ডিউটি না করার কথা শুনেছি। এবার এবিষয়ে ভালো করে তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy