আসমা আহম্মেদ | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ | প্রিন্ট
বৃষ্টিপাত নিয়ে নতুন বার্তা জানাল আবহাওয়া অফিস
সারা দেশে মারাত্মক ভ্যাপসা গরম পড়ছে। এ অবস্থা থেকে থেকে শিগগিরই মুক্তির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) অথবা শুক্রবার নামতে পারে স্বস্তির বৃষ্টি। ফলে কমে আসবে দিন ও রাতের তাপমাত্রা।
এ প্রসঙ্গে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সংবাদমাধ্যমকে বলেন, সারাদেশের মেঘলা আকাশের পাশাপাশি মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। তবে আজ ও কাল বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
তিনি বলেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের অবশিষ্ট অংশ থেকে বিদায় নেওয়ায় আবহাওয়ার অবস্থা অনুকূলে আছে। কিন্তু রোদ আর মেঘলা আকাশের ফলে অনেকটা ভ্যাপসা গরমের সৃষ্টি হয়েছে। বৃষ্টি নামলে এ গরম দূর হতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টার তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy