প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ৪:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২১, ৯:৫৪ পি.এম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় স্টুডেন্ট রাইটস ফোরাম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় স্টুডেন্ট রাইটস ফোরাম
রেখা মনি, নিজস্ব প্রতিবেদক:
Facebook Twitter share
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সকল শিক্ষার্থীদের বিভিন্ন অধিকার প্রতিষ্ঠা ও সংরক্ষণে আত্মপ্রকাশ করেছে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে গঠিত অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘স্টুডেন্ট রাইটস ফোরাম’।
Surjodoy.com
এই সংগঠনে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মাহমুদ মিলন এবং সংগঠনটিতে সাধারণ সম্পাদক হিসেবে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী বাইজীদ আহম্মেদ রনি মনোনীত হয়েছে বলে জানা গেছে।
The Daily surjodoy
আজ সোমবার (৩১ মে) উপদেষ্টামন্ডলীর সদস্যদের স্বাক্ষরের মাধ্য দিয়ে ১ বছরের জন্য ২০ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে। জানা গেছে উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক মাহফুজুল ইসলাম বকুল, লোক প্রশাসন বিভাগের পোমেল বড়ুয়া এবং বাংলা বিভাগের শিক্ষার্থী মোবাশ্বের আহমেদ।
The Daily surjodoy
নব গঠিত সংগঠনটির সাধারণ সম্পাদক বাইজীদ আহম্মেদ রনি জানিয়েছেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের সকল অধিকার সম্পর্কে সচেতন আমরা।
The Daily surjodoy
আমরা আমাদের নিজেদের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ছাড়াও অন্যান্য শিক্ষার্থী সংগঠনগুলির সঙ্গে সহযোগীতামূলক সম্পর্ক স্থাপন করে শিক্ষার্থীবান্ধব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বিনির্মাণে কাজ করে যাব।
The Daily surjodoy
আমরা এটি বিশ্বাস করি যে সকলের সম্মিলিত সহযোগীতা বিশ্ববিদ্যালয়ের সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিতে এ সংগঠনের নেতা কর্মীরা কাজ করে যাবেন ইনশাআল্লাহ ।
The Daily surjodoy
সংগঠনটির সভাপতি মাহমুদ মিলন সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানান , ‘স্টুডেন্ট রাইটস ফোরাম’ সম্পূর্ণ একটি অরাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে যাবে।
The Daily surjodoy
সংগঠনের সকল গঠনতন্ত্র অনুযায়ী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন বিতর্ক, বনায়ন, দক্ষতা উন্নয়নসহ নানা রকম কার্যক্রম পরিচালিত করবে বলে জানান তারা। এক কথায় বলতে গেলে , বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করবে ‘স্টুডেন্ট রাইটস ফোরাম’ বলে জানান তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy