প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৫:০২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২১, ৪:২৩ পি.এম
বেনাপোলে এসপির ঐতিহ্যবাহী পাটবাড়ি পূজামন্ডপ পরিদর্শন

রফিকুল ইসলাম বেনাপোল:
হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বেনাপোল পাটবাড়ী পূজা মন্ডপ পরিদর্শন করেছেন যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যায় তিনি ঐতিহ্যবাহী পাটবাড়ী আশ্রম পরিদর্শনে এসে শার্শা উপজেলা ও বেনাপোল পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন। এসময় পূজা উদযাপন কমিটি যশোর পুলিশ সুপারকে ফুলেল সংবর্ধনা প্রদান করেন।
পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির জাতীয় উৎসব। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার রয়েছে সেই সরকার
অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সরকার। দুর্গোৎসবে নিছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছে সরকার। যশোর জেলায় নিরাপত্তার কোন ঘাটতি নেই। কোন অপশক্তি পূজা পরিবেশ নষ্ট করার কোন সুযোগ পাবে না। পূজা মন্ডপে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যশোর জেলা পুলিশ সর্ব সদা প্রস্তুত।
আমি ব্যক্তিগত ভাবে কোন অপ্রীতিকর ঘটনার আশংকা করছি না। সকলে স্বফুর্ত ভাবে শারদীয় দূর্গাৎসব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy