প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৫, ২:২১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২১, ১২:৩৭ এ.এম
বেনাপোলে গ্ৰেনেড দিবস ও নিহতদের স্বরনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধি,
যশোরঃ ২০০৪ সালের ২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বেনাপোল মূক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।তৎকালীন সময়ে নিহতদের স্মরণে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
শনিবার বেলা সাড়ে ১০টার সময় বেনাপোল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে দিবসটি পালন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড।
শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান, শার্শার ডিহি ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম,
লক্ষনপুর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, বাহাদুরপুর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী লাল, বেনাপোল ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহআলম হাওলাদার, কায়বা ইউনিয়ন কমান্ডার বীর
মুক্তিযোদ্ধা শওকত আলী, বাগআঁচড়া ও গোগা ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কালু মিয়া, উলাশী ও শার্শা ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা দীন ইসলাম দিনুসহ শার্শা উপজেলার ৬০ জন বীর মুক্তিযোদ্ধা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy