রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ
Facebook Twitter share
বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে ৫ বোতল বিদেশী মদসহ মিয়ারাজ হোসেন বাপ্পি (২৯) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
Surjodoy.com
শুক্রবার দুপুরে বিজিবির নিজস্ব গোয়েন্দা (এফআইজি)'র হাবিলদার আনোয়ার হোসেনসহ আইসিপি ক্যাম্পের সুবেদার আশরাফ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করেন। আটক মিয়ারাজ হোসেন বাপ্পি বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
The Daily surjodoy
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র যশোর- ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপির সুবেদার মোহাম্মদ আশরাফ আলী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহলদল দুপুরের দিকে চেকপোস্টে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র এর সামনে থেকে ৫ বোতল বিদেশী মদসহ বাপ্পি কে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy