প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ১০:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২১, ১০:০৩ পি.এম
বেনাপোল ইমিগ্রেশনে এক পাসপোর্ট যাত্রীর আকস্মিক মৃত্যু
রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত ফেরত পাসপোর্ট যাত্রী আব্দুল রহিম (৪৫)নামে এক পাসপোর্ট যাত্রী স্টোক জনিত কারণে আকস্মিক ভাবে মৃত্যু হয়েছে।
রবিবার(১৯সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার সময় বেনাপোল ইমিগ্রেশনের আগমন সাইটে ইমিগ্রেশনের কার্যক্রম চলা কালিন তিনি স্টোক করেন। সে ঢাকার দক্ষিণ খানার জহিরুল হকের ছেলে। যার পাসপোর্ট নং-ইবি ০৫৮৪৭৫৩।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের মেডিকেল টিমের দ্বায়িত্বরত কর্মকর্তা ডাঃহাবিবুর রহমান জানান,এক পাসপোর্ট যাত্রী ইমিগ্রেশনের ভেতর হটাৎ করে অসুস্থ হলে আমাদের মেডিকেল টিমের সদস্যরা প্রাথমিক ভাবে তাকে চিকিৎসা ও অক্সিজেন সেবা দিয়ে থাকে।তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান,ইমিগ্রেশনের মধ্যে ভারত থেকে আগত এক যাত্রী হটাৎ করে অসুস্থ হলে ইমিগ্রেশনের পুলিশ ও মেডিকেল টিমের সদস্যরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠিয়েছেন এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানে মৃত্যু বরণ করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy