বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে আগত যাত্রীর নিকট থেকে ০৮ কেজি, মূল্যবান আংটির নীলা পাথরসহ একজনকে আটক করেছেন এন এস আই সদস্যরা।
১৯শে সেপ্টেম্বর রবিবার ১২টার সময় পাসপোর্ট যাত্রী তাজুল ইসলাম, পাসপোর্ট নং EF -0143725, ভারত থেকে ০৮.০০ কেজি, মূল্যবান আংটির নীলা পাথর নিয়ে বাংলাদেশে আসায় বেনাপোল স্থলবন্দরে কাস্টমস চেকপোস্ট পয়েন্টে এনএসআই সদস্যরা তাকে আটক করে। পাথরগুলো কাষ্টমস হেফাজতে রয়েছে। তার আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা ধারণা করা হচ্ছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..
Leave a Reply