রোস্তম আলী: রংপুর জেলা প্রতিনিধি
২২ জুলাই’২১, রবিবার, সকাল ১১টায় বিশেষ ব্যবস্থায় সকল শিক্ষার্থীকে টিকা দিয়ে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলাসহ ৩ দফা দাবিতে প্রগতিশীল ছাত্র জোট, রংপুর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর ক্যাফেটেরিয়া চত্ত্বরে প্রতিবাদী ক্লাসের আয়োজন করে। উক্ত প্রতিবাদী ক্লাসে পাঠদান করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ।
উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সদস্য আহসানুল আরেফিন তিতু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, রংপুর মহানগরের সভাপতি যুগেশ ত্রিপুরা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, রংপুর মহানগরের আহ্বায়ক সাজু বাসফোর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বেরোবি সভাপতি রিনা মুরমু,
সাংগঠনিক সম্পাদক বিপুল মহন্ত প্রমুখ। প্রতিবাদী ক্লাসের মাধ্যমে ছাত্র জোটের নেতৃবৃন্দ সকলের জন্য করোনা টিকা নিশ্চিত করা, টিকা নিয়ে দূর্নীতি-অব্যবস্থাপনা বন্ধ, বিশেষ ব্যবস্থায় সকল শিক্ষার্থীদের টিকা প্রদান করে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও সকল প্রকার বেতন ফি মওকুফ করার জোর দাবি জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy