প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৮:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২১, ৮:০২ পি.এম
বেরোবির কলা অনুষদে নতুন ডিন ডঃ তুহিন ওয়াদুদ
রেখা মনি, নিজস্ব প্রতিবেদক:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের কলা অনুষদে নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান (তুহিন ওয়াদুদ)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের নির্দেশে রবিবার রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল তাঁকে পরবর্তী দুই বছরের জন্য এই পদে নিয়োগ দেন। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. তুহিন ওয়াদুদ এই পদে অধ্যাপক সরিফা সালোয়া ডিনার স্থলাভিষিক্ত হলেন।
উল্লেখ্য, ড. তুহিন ওয়াদুদ বেগম রোকেয় বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। তিনি নদী রক্ষাবিষয়ক সংগঠন রিভারাইন পিপলের পরিচালক। তিনি পোস্ট ডক্টোরাল ফেলোশিপ এর কাজ করছেন। পরিবেশ সুরক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০২০ সালে দ্বিজেন শর্মা পুরস্কারে ভূষিত হন। সংবাদ বিজ্ঞপ্তি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy