প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৫, ৪:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২১, ৫:৩৮ পি.এম
বেরোবি’র বিভাগীয় প্রধানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান
রেখা মনি,নিজস্ব প্রতিবেদক
জ্যেষ্ঠতা ও উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে নিয়োগকৃত রসায়ন বিভাগের চেয়ারম্যান তানিয়া তোফাজকে অবরুদ্ধ করে তার পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রসায়ন বিভাগের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনসহ প্রশাসন ভবনে মিছিল-সমাবেশ করার নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই রোববার বিকেল থেকে বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবন ৪ এর রসায়ন বিভাগের প্রধানের কক্ষের সামনে অবস্থান করে দুই শতাধিক শিক্ষার্থী। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা দাবি আদায়ে অনড় হয়ে অবস্থান কর্মসূচি পালন করছে।
শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ড. বিজন মোহন চাকীর বিভাগীয় প্রধান নিয়োগের কথা থাকলেও ভিসি আইন লঙ্ঘন করে সহকারী অধ্যাপক পদমর্যাদার শিক্ষক তানিয়া তোফাজকে নিয়োগ দিয়েছেন।
তারা জানায়, এই নিয়োগের কারণের বিভাগের শিক্ষকের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। অবৈধ উপায়ে বিভাগের প্রধান নিয়োগ দেয়ার ঘটনায় বিভাগের একাডেমিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। তাই বর্তমান বিভাগের প্রধানকে অব্যাহতি দিয়ে আইন মেনে বিভাগের প্রধান নিয়োগের দাবি করেন শিক্ষার্থীরা।
তবে প্রশাসন নিয়োগ দিয়েছেন তাই তার কিছু করার নেই বলে জানান বিভাগের প্রধানের দায়িত্বে থাকা তানিয়া তোফাজ। তিনি বলেন, আমাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়োগ দিয়েছেন। প্রশাসন থেকে আমাকে দায়িত্ব ছেড়ে দিতে বললে আমি দায়িত্ব ছেড়ে দেবো।
এদিকে বিকেল থেকে শিক্ষার্থীরা আন্দোলনে নামলেও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কেউ ঘটনাস্থলে আসেননি বলে অভিযোগ শিক্ষার্থীদের।
এ বিষয়ে প্রক্টর আতিউর রহমান ও ভিসি ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে মুঠোফোনে ফোন দিলেও তারা রিসিভ করেনি
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy