রংপুর জেলা প্রতিনিধিঃ
প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ফেসবুকে কটূক্তি করার ঘটনায় গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রভাষক সিরাজাম মুনিরাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের চাওয়া পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন নামঞ্জুর করে এ নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ভার্চুয়াল কোর্টে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে এই নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা মুহিব্বুল ইসলাম। তিনি জানান, গত রোববার (১৪ জুন) ওই শিক্ষিকাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল। বৃহস্পতিবার সেই আবেদনের শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করেন আদালত। তবে শিক্ষিকা সিরাজাম মুনিরাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে ফেসবুকে ব্যঙ্গাত্মক স্ট্যাটাস দেওয়ার ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন শিক্ষিকা সিরাজুম মুনিরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নবপ্রজন্ম শিক্ষক পরিষদসহ তিনটি সংগঠন থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। প্রসঙ্গত, গত শনিবার (১৩ জুন) সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে বেরোবি বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মুনিরা ফেসবুকে একটি ব্যঙ্গাত্মক স্ট্যাটাস দেন। ...
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy