প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ১১:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২০, ৬:৫৯ পি.এম
বেলকুচিতে দুই স্কুল ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করলেন ইউএনও
সিরাজগঞ্জ প্রতিনিধি:
একই দিনে দুই স্কুল ছাত্রীকে বাল্য বিবাহ হাত থেকে রক্ষা করলেন বেলকুচির ইউএনও আনিসুর রহমান। তিনি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বেলকুচির পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে এ বাল্যবিবাহ বন্ধ করেন। সোমবার বিকালে বেলকুচি পৌরসভার অন্তগত চালা গ্রামের ষষ্ঠ শ্রেণীতে অধ্যায়নরত ছাত্রীকে এবং চরদেলুয়া গ্রামের দশম শ্রেনীর ছাত্রীকে বাল্য বিবাহ থেকে রক্ষা করেন।
এ বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আনিসুর রহামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকাল হতে গভীর রাত পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২জন স্কুল পড়ুয়া ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছি । আমরা তাদের বাবার কাছ থেকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবে না এমন মর্মে মুচলেকা নিয়েছি। বর ও কনের অভিভাবকদের কাছ থেকে পনের হাজার টাকা জরিমানা আদায় করেছি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy