অনলাইন ডেস্ক :
বেলজিয়ামের রাজপুত্র জোয়াকিমকে ১১ হাজার ৮০০ ডলার তথা ১০ লাখ ২ হাজার ৫৯ টাকা জরিমানা করেছে স্পেন। মূলত দেশটির ১৪ দিনের কোয়ারেন্টাইন আইন ভঙ্গ করায় তাকে জরিমানার খড়গের নিচ দিয়ে যেতে হল। খবর আনাদোলু এজেন্সির। এই জরিমানার বিরুদ্ধে আপিল করার ১৫ দিনের সময় পাবেন তিনি। আর দ্রুত জরিমানা পরিশোধ করলে ছাড় পাবেন ৫০ শতাংশ। অবশ্য এই জরিমানা মেনে নিয়ে ক্ষমা চেয়েছেন রাজপুত্র, ‘এমন কঠিন সময়ে আমি আসলে আইন ভাঙতে চাইনি, অসম্মান করতে চাইনি কাউকে। আমি যেটা করেছি সেটার জন্য আমি অত্যন্ত অনুতপ্ত। পাশাপাশি আমাকে করা জরিমানার বিষয়টিও মেনে নিচ্ছি। গেল ২৪ মে ইন্টর্নশিপের উদ্দেশ্যে বেলজিয়াম থেকে স্পেনে যান জোয়াকিম। নিয়ম অনুযায়ী তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকা উচিত ছিল। কিন্তু তিনি সেটা না করে দ্রুতগতির ট্রেন ধরে কর্ডোবা রাজ্যে যান। সেখানে গিয়ে ক্ষান্ত হননি তিনি। যোগ দেন ২৭ জনের একটি পার্টিতে। যেখানে লকডাউনের সময় ১৫ জনের অধিকের পার্টি সম্পূর্ণ নিষিদ্ধ। বিপত্তি বাধে এর চারদিন পরে। বেলজিয়ামের ২৮ বছর বয়সী এই রাজপুত্র ৩০ মে করোনা আক্রান্ত হন। তখন পুলিশ হন্নে হয়ে খুঁজতে শুরু করে বাকি ২৬ জনকে। ভিডিও ফুটেজ দেখে বাকিদের খুঁজে বের করেছেও। তাদেরও জরিমানা করেছে। পাঠিয়েছে কোয়ারেন্টাইনে। বেলজিয়ামের প্রিন্স জোয়াকিম স্পেনের সুন্দরী ভিক্টোরিয়া ওর্টিজের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। সে কারণে বেশিরভাগ সময় তিনি স্পেনেই অবস্থান করে থাকেন। মূলত তার সঙ্গে দেখা করতেই দ্রুতগতির ট্রেন ধরে কর্ডোবা রাজ্যে যান। তার প্রেয়সী যে সেখানেই বসবাস করে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy