রেখা মনি,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আইন মেনে বিভাগীয় প্রধান নিয়োগ,শিক্ষক-শিক্ষার্থীদের নামে থানায় মিথ্যা অভিযোগ ও বিভাগের শিক্ষকদের প্রমোশন ,আপগ্রেডেশন ,বেতন বন্ধ রেখে হয়রানির প্রতিবাদে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে রসায়ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা। অবস্থান কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৪ ফেব্রুয়ারি) শ্রেণিকক্ষের বাহিরে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরীক্ষা গ্রহণ করে বিভাগটি।এর আগে (৭ ফেব্রুয়ারি )রোববার রাতে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় বিভাগটির ২ জন শিক্ষকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন বিভাগের প্রধান তানিয়া তোফাজ এবং বিদ্যালয় প্রশাসন আইন মেনে বিভাগের প্রধান যতক্ষণ দিবেন না ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে বলেও জানান শিক্ষার্থীরা।এ ব্যাপারে বিভাগটির সাবেক বিভাগীয় প্রধান এইচ এম তারিকুল ইসলাম বলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ যেন বন্ধ না হয় এবং শিক্ষার্থীদের যেন কোন রকম জটে পড়তে না হয় সেজন্য আমরা ক্লাস-পরীক্ষা ও অবস্থান কর্মসূচি একসঙ্গে চালিয়ে যাচ্ছি।সার্বিক বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড : নাজমুল আহসান কলিমউল্লাহ মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। প্রসঙ্গত, গত ১৬ জুন বিশ্ববিদ্যালয়ের আইনের ২৮এর -২ধারা ভঙ্গ সহযোগী অধ্যাপক ড:বিজন মোহন চাকুরীতে নিয়োগ বঞ্চিত করে সম্পূর্ণ অবৈধ ভাবে সহকারী অধ্যাপক তানিয়া তোফাজকে বিভাগীয় প্রধান নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর থেকে বৈধ ভাবে বিভাগীয় প্রধান নিয়োগের দাবিতে আন্দোলন করে আসছে বিভাগটির শিক্ষক শিক্ষার্থীরা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy