ডেস্ক : ভয়াবহ বিস্ফোরণে লেবাননের রাজধানী বৈরুতের বড় একটি অংশ ধ্বংসের পর বন্দর পুনর্নির্মাণে সহায়তার কথা জানিয়েছে তুরস্ক। শনিবার লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে বৈঠকে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ উকতাই এ প্রস্তাব দেন। এসময় তার সঙ্গে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। খবর আনাদোলু ও ডেইলি সাবাহর।
আউনের সঙ্গে বৈঠকের পর তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জানান, তার দেশ বৈরুত বন্দর পুনর্নির্মাণে সহায়তা করতে প্রস্তুত রয়েছে। বৈরুত বন্দর পুনর্নির্মিত না হওয়া পর্যন্ত তুরস্কের ভূমধ্যসাগরীয় মাইসিন বন্দর লেবাননকে শুল্ক ছাড় ও বড় ধরনের চালানের জন্য গুদাম ব্যবহারের সুবিধা দিয়ে সাহায্য করতেও প্রস্তুত আছে।
তিনি বলেন, আমরা বলেছি, মাইসিন থেকে ছোট জাহাজে করে ও পরিবহনের অন্যান্য উপায় ব্যবহার করে লেবাননে পণ্য পাঠানো যেতে পারে।
চিকিৎসার জন্য আহত লেবাননিদের তুরস্কের এয়ার অ্যাম্বুলেন্স করে তুরস্কে নেয়া যেতে পারে বলেও জানিয়েছেন ফুয়াদ উকতাই। ইতিমধ্যে লেবাননে তল্লাশি ও উদ্ধারকারী দল পাঠানোর পাশাপাশি মেডিকেল টিমও পাঠিয়েছে তুরস্ক।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy