বদরুন্নাহার চৌধুরী লিটা নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৬ অক্টোবর ২০২১ | প্রিন্ট
পরীমনিকে কালো রঙের একটি বোরখা পরা অবস্থায় দেখা গেছে। বোরখায় নিজের চেহারাও ঢেকে রেখেছিলেন তিনি। এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে ভাইরাল হয়েছে।
জানা গেছে, মাদক মামলার জামিনের পর বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামের কালীমন্দির বটতলায় শুটিং করেছেন তিনি। ছবিটি সেখানকার।
গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুনিন’ সিনেমার এই শুটিং দিয়েই কাম ব্যাক করলেন পরীমনি। শুটিং ফ্লোরের একটি ছবি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। তবে রোবখা পরার কারণ সম্পর্কে স্পষ্ট জানা যায়নি।
অনেকে বলছেন, চরিত্রের প্রয়োজনে নিজেকে এভাবে ঢেকেছেন অভিনেত্রী। কারও কারও মতে, উৎসুক জনতার বিড়ম্বনা থেকে বাঁচতে একটু কৌশলী হয়েছে তিনি।
উল্লেখ্য, গুনিন সিনেমায় পরীমনির বিপরীতে আছেন শরিফুল রাজ। এ ছাড়াও অভিনয় করছেন ইরেশ যাকের, আজাদ আবুল কালামসহ অনেকে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy