ওমর ফারুক, বোয়ালখালী উপজেলা প্রতিনিধি
বোয়ালখালী উপজেলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে দুইদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭) মার্চ সকালে উপজেলা
প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিনজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ, এমপি ।
সরকার যে কাজগুলো করেছে এবং ভবিষ্যতে যে কাজগুলো করতে যাচ্ছে, তা সম্পর্কে জনগণকে ধারণা দিতেই এ মেলার আয়োজন।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার এর সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার আতিক উল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতার, উপজেলা
আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, অফিসার ইন চার্জ আবদুল করিম, বীর মুক্তিযোদ্ধা আবুল বশর সহ প্রমুখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy