ওমর ফারুক, বোয়ালখালী উপজেলা প্রতিনিধি
বোয়ালখালীতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক পরাসহ সচেতনতা বাড়াতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার (১৩ এপ্রিল) পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নিবার্হী অফিসার নাজমুন নাহার।এসময় সরকার নির্দেশিত লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকায় জনসাধারণকে সচেতনতার পাশাপাশি আইন অমান্য করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ০৮ টি মামলায় ৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।উপজেলা নিবার্হী অফিসার নাজমুন নাহার বলেন, করোনা নিয়ে সচেতনতা বাড়াতে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতামূলক মাইকিং করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করেছি আমরা।এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়ে তিনি আরো বলেন, ভাইরাস সংক্রমণ রোধে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়।
“আসুন সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, করোনামুক্ত থাকি।”
Leave a Reply