ওমর ফারুক, বোয়ালখালী উপজেলা প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালীতে জমি নিয়ে মারামারির ঘটনায় ইসমত আলী (৫৫) নামের একজন নিহত হয়েছে। পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের তাজুর মুল্লুকের বাড়ি প্রকাশ-চরের বাড়িতে দুপুরে এঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় রফিকুল ইসলাম বলেন, নিহত ইসমত আলী হার্টের রোগী ছিলেন। জমি নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
উপজেলার বোয়ালখালী পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের তাজুর মুল্লুকের বাড়ি প্রকাশ-চরের বাড়িতে জমি নিয়ে ইসমত আলী ও তার ভাইপো ফরিদুল আলমদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ১৯ এপ্রিল (সোমবার) উভয়ের সম্মতিতে জায়গা পরিমাপ করা হয়।
একপর্যায়ে উভয়ের মাঝে কথাকাটাকাটির জেরধরে সামশুল আলম প্রকাশ-পেঠান আলীর পুত্র ফরিদুল আলম চাচা মোহাম্মদ ইসমত আলীকে লাঠি দিয়ে আঘাত করলে সে রক্তাক্ত জখম হয়।
অসুস্থ অবস্থায় ইসমত আলীকে স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাপলে প্রেরণ করেন। সেখানে মারা যায় ইসমত আলী।
এই ঘটনা ছড়িয়ে পড়লে পরিবারে ও স্বজনদের মাঝে শোকের মাতম দেখা দেয়।
নিহত ইসমত আলী স্থানীয় তাজুর মুল্লুকের বাড়ীর মৃত আবুল খায়ের এর ছেলে। সংগঠিত ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিহতের পরিবার সুত্রে জানাগেছে।
ঘটনার খবর পেয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম ও পটিয়া সার্কলের অতিরিক্ত সহকারি পুলিশ সুপার তারিক রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy