দ্বীন ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় বিষাক্ত ক্যামিকেল দিয়ে জুস ও ড্রিংক তৈরি করার দায়ে মেসার্স সাইফুল ফুড প্রোডাক্ট নামে এক প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ টাকা জরিমানা এবং ১০ দিনের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে শহরের খৈয়াসার এলাকায় মেসার্স সাইফুল সাইফুল ফুড প্রোডাক্ট নামক প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে শহরের খৈয়াসার এলাকায় দুটি কারখানায় বিএসটিআইএর সীল নকল করে, অবৈধ ভাবে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে লিচু, জুস, ড্রিংকো জুস, চানাচুর, মটর বিহীন ডাল, চিপস ও ড্রিংকসহ বিভিন্ন প্রকার শিশু খাদ্য তৈরী করে আসছিলেন কারখানার মালিক মো. হোসাইন।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কারখানা দুটিতে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বাধীন টাস্কফোর্সের সদস্যরা।
অভিযানে টাস্কফোর্সের সদস্যরা কারখানায় গিয়ে দেখতে পান বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে শিশুদের জন্য ঝুঁকিপূর্ন নকল খাদ্য সামগ্রী তৈরি করা হচ্ছে। পরে বিএসটিআইয়ের অনুমোদন না থাকা, কারখানা পরিচালনার কোন ধরনের বৈধতা না থাকায় মোঃ হোসাইনকে ১ লাখ টাকা জরিমানা এবং ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অভিযানের নেতৃত্বে দেয়া নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মো. তৌহিদুল ইসলাম জানান, পরিমান মানদন্ড আইন ২০১৮ এর ২৪(১) এর ৪১ ধারা লঙ্ঘন করার কারনে কারখানার মালিক মো. হোসাইনকে ১ লাখ টাকা জরিমানা ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy