ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: পাঁচ লাখ টাকা ঘুষ লেনদেনের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটরকে সাময়িক বরখাস্তসহ দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার (২৮শে জুন) বিকেলে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বদলি করা দুই কর্মকর্তা হলেন, জেলা হিসাবরক্ষক কর্মকর্তা মোহাম্মদ আলী ও সুপার ইউসুফ নুরুল্লাহ।
বিষয়টি নিশ্চিত করে তদন্ত কমিটির প্রধান মহানিয়ন্ত্রক কার্যালয়ের ডেপুটি কন্ট্রোলার জেনারেল অব একাউন্স একেএম ওয়াহিদুজ্জামান জানান, এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর কুতুব উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি জানান, ঘুষ লেনদেনের ঘটনায় সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং হিসাবরক্ষণ অফিস সংশ্লিষ্টদের সাথে কথা হয়েছে। আগামী দুই কর্মদিবসের তদন্ত প্রতিবেদন দেয়া হবে। এদিকে সাময়িক বরখাস্ত হওয়া অডিটর কুতুবউদ্দিন বর্তমান জেলে রয়েছেন।
NOTE The Kun rests are adjustable in height and width buy cialis online reviews Prevalence and factors associated with the complaint of premature ejaculation and the four premature ejaculation syndromes A large observational study in China
Transcription factor compensation during mammary gland development in E2F knockout mice azithromycin for dogs