ব্রিটেনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমে আসলেও
উদ্বেগজনকহারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ৩৮ দিন পর আজ সর্বাধিক সংখ্যক
করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড করা হয়েছে।আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা
৩ লাখ ৭ হাজার ১৮৪ জন।করোনাভাইরাস নিয়ন্ত্রনে রাখতে নানান পরিকল্পনা নিচ্ছে
সরকার।পরিকল্পনার অংশ হিসেবে লন্ডন এবং অন্যান্য বড় শহরগুলিতে করোনা ভাইরাসের
সংক্রমন বাড়তে থাকলেও শহরগুলির ভিতরে প্রবেশ এবং বাইরে যাওয়া আসায়
নিষেধাজ্ঞতার দেয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছে সরকার। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০
ডাউনিং স্ট্রিট তা নিশ্চিত করেছে।
সম্প্রতি সরকারের প্রকাশিত এক কর্ম কৌশলে বলা হয়েছে ভাইরাসের বিস্তার থামাতে
জনসাধারণকে কোন জায়গায় যেতে বাঁধা দেয়ার ক্ষমতাকে অস্বীকার করবে না সরকার।
এর ফলে রাজধানী লন্ডন ঘেরা সুদীর্ঘ এম ২৫ রোড় এর সীমান্ত পর্যন্ত লকডাউন দেয়া হতে
পারে। এর ফলে এর সার্কোল রোড়ের বাইরে থেকে প্রবেশ এবং বাইরে যাওয়ার পথে ভ্রমন
নিষেধাজ্ঞা দেয়া হবে।
প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র এই খবর নিশ্চিত করে বলেছেন, সংক্রমন বাড়লে লন্ডনসহ
অন্যান্য শহরেও এই নিষেধাজ্ঞা দেয়া হবে। এর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়া হবে
অন্যান্য শহরের সাথে। প্রয়োজনে সেনা বাহিনীর সহযোগিতা নেয়া হবে বলে জানিয়েছে ১০
ডাউনিং স্ট্রিট।
সরকার বলছে এম ২৫ ব্লক করে দেয়া হলে কর্মজীবিদের ক্ষেত্রে কিছুটা সমস্যার সৃস্টি হবে।
এমনকি খাদ্যসহ প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য সমস্যায় পড়তে হতে পারে। একই সাথে
এনএইচএস এর মতো ফ্রন্ট লাইন কর্মীদের কাজে যাওয়া আসায় কি সিদ্ধান্ত নেয়া হবে তাও
স্পষ্ট নয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy