লন্ডন থেকে জমির উদ্দিন সুমন :
ব্রিটেনেটিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে অন্যদের তুলনায় সবচেয়ে কম ভ্যাকসিন পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকেরা।
যুক্তরাজ্যের এনএইচএস-এর ডেটা বিশ্লেষণ করে দেশটির ট্যাবলয়েড পত্রিকা দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়েছে, এনএইচএস থেকে এখন পর্যন্ত ৫৭ লাখ ৯২ হাজার ১৫৯ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে। এর মধ্যে ভারতীয় ১০ শতাংশ মানুষ ব্রিটেনে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।
আর শ্বেতাঙ্গদের মধ্যে ভ্যাকসিন নিয়েছেন ৯ শতাংশ মানুষ। এছাড়া বাংলাদেশি প্রবাসীদের মাত্র তিন শতাংশ ভ্যাকসিন পেয়েছেন। পাকিস্তানি এবং আফ্রিকান কৃষ্ণাঙ্গরা চার শতাংশ করে। যা ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে জাতিগত পার্থক্য প্রকট বলে পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে।
যুক্তরাজ্যে ৮০ বছরের বেশি বয়সীদের ৮০ শতাংশই ইতিমধ্যে ভ্যাকসিন পেয়েছেন। টিকাদান কর্মসূচি শুরু হওয়ার আগে থেকে বিভিন্ন জরিপে বাংলাদেশি, কৃষ্ণাঙ্গদের ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে এমন পরিণতির আভাস দেয়া হচ্ছিল।
ব্রিটেনের একজন স্বাস্থ্য কর্মকর্তা দ্য সানের কাছে দাবি করে বলেন, স্থানীয় কর্তৃপক্ষকে সাহায্য করে যাচ্ছি, যাতে সব বর্ণের, সব জাতিগোষ্ঠীর মানুষ ভ্যাকসিন পান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy