ব্র্যাক নওগাঁয় তাদের ১৬৯ জন সদস্যকে বিকাশ ওয়ালেটে ৯লাখ ৬৫ হাজার টাকা সঞ্চয় ফেরত
নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
ব্র্যাক নওগাঁয় তাদের ১৬৯ জন সদস্যকে বিকাশ ওয়ালেটে ৯লাখ ৬৫ হাজার টাকা সঞ্চয় ফেরত দিচেছ ব্র্যাক সূত্র জানায়, গত ৩জুন ২০২১ হইতে নওগাঁয় সরকারের দেওয়া বিধিনিষেধ অনুযায়ী নওগাঁ পৌরসভা, নিয়ামতপুর ও পোরশা উপজেলা ব্যাপী সর্বাত্বক লকডাউন শুরু হয়।
সরকারী ও বেসরকারি অফিস বন্ধ আছে এনজিও সদস্যদের FY বিতরণ ও সঞ্চয় ফেরত বন্ধ আজে। দীর্ঘদিন এই কার্যক্রম বন্ধ থাকায় গ্রামীন অর্থনীতিতে প্রভাব পড়েছে। বিশেষ করে কিছু সদস্য চিকিৎসা ও কৃষিকাজের জন্য তাদের পাশবইয়ে থাকা তাদের সঞ্চয় উত্তোলন করে এ সব সমস্যার সমাধান করে থাকে।
কিন্তু এই মহামারীর সময় তার তাদের সমস্যা থেকে উত্তোলন হওয়ার উপায় পাচ্ছে না। পায়ই তারা ব্র্যাক অফিসে ফোন করে তাদের নিজস্ব সঞ্চয় ফেরত চাচ্ছেন। ব্র্যাক বিশ্বের ১ নম্বর এনজিও প্রতিষ্ঠান হিসাবে সব সময় সদস্যার দিক চিন্তা করে,বিশেষ করে দূর্যোগের সময় কি ভাবে তাদের পাশে থাকা যায়।
এমতাবস্হায় ব্র্যাকের নওগাঁ -২ অঞ্চলের আওতাধীন ৮টি শাখায় ৪২ জনের ১০০০০টাকা করে ৪,২০,০০০ টাকা ৮২ জনের ৫০০০ টাকা করে ৪,১০,০০০ টাকা এবং ৪৫জনের ৩০০টাকা করে ১,৩৫,০০০টাকা সর্বোমোট ১৬৯ জনের ৯,৬৫,০০০ টাকা বিকাশের মাধ্যমে ব্র্যাক প্রধান কার্যালয় হইতে ফেরত দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেছে। সদস্যরা তাদের নিজস্ব বিকাশ ওয়ালেটে এই টাকা পাচ্ছেন।
এ ব্যাপারে ব্রাকের আঞ্চলিক ব্যবস্হাপক মাইক্রোফাইন্যান্স মোঃ আমিনুল ইসলাম ও এলাকা ব্যবস্হাপক মোঃ মরওয়ার্দী সরকার পোরশা জানান, ব্র্যাক করোনাকালীন মহামারী সময়ে সদস্যদের পাশে আছে এবং সবসময় পাশে থাকবে। এই লকডাউন যদি আরও দীর্ঘ হয় তাহরে বিকাশের মাধ্যমে সদস্যদের সঞ্চয় ফেরত এর কার্যক্রম অব্যাহত থাকবে।