ডেস্কঃ
২১ জুন থেকে ৫ জুলাই নভেল করোনাভাইরাস প্রতিরোধ পক্ষ উপলক্ষে এক মানববন্ধন নাটোরের বড়াইগ্রামে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় পাবনা-নাটোর মহাসড়কের উপজেলার বনপাড়া পৌরসভার সামনে করোনা প্রতিরোধ পক্ষের উদ্বোধন উপলক্ষে মানববন্ধনের আয়োজন করে উপজেলা প্রশাসন। সামাজিক দূরত্ব বজায় রেখে মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলা প্রশাসন ও বনপাড়া পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় সুধীজন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য, জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ, পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. পরিতোষ কুমার রায়, হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি প্রমুখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy