অনলাইন ডেস্কঃ
নাটোরের বড়াইগ্রামে খেলনা বেলুন তৈরীর কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে ইলিয়াস হোসেন (৩৫) নামে বেলুন তৈরীর এক কারিগর আহত হয়েছেন। এ ঘটনায় কারখানার বেড়া ও টিনের চাল উড়ে গেছে।
শনিবার দুপুরে উপজেলার বনপাড়া পৌরসভার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। আহত ইলিয়াসকে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ইলিয়াস হোসেন উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কাছুটিয়া গ্রামের আবদুল মান্নান ওরফে মুন্নাফের ছেলে।
স্থানীয়রা জানান, কিছুদিন ধরে পল্লী বিদ্যুতের সামনে কয়েকজন লোক একটি টিনের ঘর ভাড়া নিয়ে খেলনা বেলুন তৈরী কিরে বিক্রি করে আসছিল। দুপুরে বেলুনে গ্যাস ভরার সময় বিকট শব্দে ওই বাড়িতে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় কারখানার টিনের চালা ও বেড়া উড়ে যায় এবং কারিগর ইলিয়াস হোসেন আহত হন। বিস্ফোরণের বিকট শব্দে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে, সিলিন্ডার বিস্ফোরণের বিষয়টি জানাজানি হলে খেলনা বেলুন তৈরীর কারিগররা তাদের সরঞ্জামাদি নিয়ে দ্রুত সটকে পড়ে। পরে আমিনা হাসপাতালে গিয়েও আহত ইলিয়াসকে পাওয়া যায়নি। এ সময় ইলিয়াস চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
Leave a Reply