নাহিদ পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
Facebook Twitter Instagram share
নওগাঁর পোরশায় ভটভটি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক হাফেজ রুবেল(২৮) নিহত হয়েছেন। তিনি উপজেলার সরাইগাছি গ্রামের মহসিন আলীর ছেলে।
Surjodoy.com
জানা গেছে, বুধবার বেলা পৌনে ১২টায় রুবেল নিজ বাড়ি থেকে সরাইগাছি মোড়ে যাওয়ার সময় সরাইগাছি-শিশা রোডের তারু কসাইয়ের বাড়ির পাশের রাস্তার উপর ভটভটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
The Daily surjodoy
এতে রুবেল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃতু ঘোষনা করেন।
The Daily surjodoy
ভটভটিটি আটক করা হয়েছে এবং ভটভটি চালক পালিয়ে গেছেন। পোরশা থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রকিয়াধীন বলে জানান।