প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৭:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২১, ১২:০৮ এ.এম
ভটভটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ’দুই চালক নিহত
ভটভটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ'দুই চালক নিহত
নিরেন দাস,সূর্যোদয় প্রতিনিধিঃ-
জয়পুরহাটের সদর উপজেলায় জয়পুরহাট টু আক্কেলপুর প্রধান সড়কে শ্যালো মেশিন ইঞ্জিন চালিত ভটভটি ও একটি পিকআপের মুখোমুখি সংর্ঘষে দুইজন চালকই নিহত হয়েছেন।
সোমবার (১৯ জুলাই) দুপুরে সদর উপজেলার জামালপুর ইউপির নারায়ণ পাড়ার হাসপাতাল মোড় জয়পুরহাট-আক্কেলপুর প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জয়পুরহাট সদর থানার অফিসার(ওসি) একেএম আলমগীর জাহান জাতীয় দৈনিক সূর্যোদয়কে এ সড়ক দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহত দুই চালকরা হলেন, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পৌর সদরের হাস্তাবসন্তপুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে আহম্মেদ আলী (৫০) ও নওগাঁর বদলগাছী উপজেলার দেওপুরি গ্রামের আব্দুর রহমান সোনারের ছেলে মাহবুল আলম সোনার (৩৫)।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলমগীর জাহান জাতীয় দৈনিক সূর্যোদয়কে জানান, সোমবার আনুমানিক দুপুর ১ টার দিকে ভাঙ্গাড়ি ব্যবসায়ী আহম্মেদ আলী আক্কেলপুর থেকে ভটভটি চালিয়ে জয়পুরহাটের উদ্দেশে আসছিলেন। পথে জয়পুরহাট টু আক্কেলপুর প্রধান সড়ক জামালপুর ইউপির নারায়ণ পাড়া হাসপাতাল মোড় এলাকায় পৌঁছালে জয়পুরহাটের দিক থেকে ছেড়ে যাওয়া একটি পিকআপের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ভটভটি চালক ও পিকআপ চালকসহ আরও কয়েকজন গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করালে। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় পিকআপ চালক মাহবুল আলম সোনার সদর হাসপাতালেই মারা যান। পরে ভটভটি চালক আহম্মেদ আলীর অবস্থা আশঙ্কাজনক হলে তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল এন্ড কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে মাঝপথে তিনিও মারা যান। ওসি আরও জানান ভটভটি ও পিকআপটি ঘটনাস্থল থেকে জব্দ করা হলেও উভয়পক্ষের কোন অভিযোগ না থাকায় লাশ দুটি স্বস্ব পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy