আনোয়ার হোসেন আন্নু, বিশেষ প্রতিনিধিঃ
সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের বন্যা কবলিত বিভিন্ন এলাকা বুধবার পরিদর্শন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। তিনি বন্যা কবলিত অসহায় মানুষদের নিকটবর্তী স্কুলে আশ্রয় প্রদানের জন্যে স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এছাড়া বন্যা কবলিত মানুষের গবাদি পশু উঁচু স্থানে রাখার অনুরোধ করেন তিনি প্রয়োজনীয় ত্রাণসামগ্রী প্রদানের আশ্বাস করেন। ক্রমেই খারাপের দিকে যাচ্ছে বন্যা পরিস্থিতি। বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ১৯ টি নদ-নদীর পানি। নতুন করে প্লাবিত হতে শুরু করেছে ঢাকার আশপাশ । পরিস্থিতিতে ঢাকার সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ইতোমধ্যে প্লাবিত হয়েছে।
এর ভিতরে অন্যতম ভাকুর্তা ইউনিয়ন। এমন পরিস্থিতিতে বুধবার (২৯ জুলাই) ভাকুর্তা ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব। পরিদর্শন কালে মঞ্জুরুল আলম রাজিব বন্যা কবলিত অসহায় মানুষদের নিকটবর্তী স্কুলে আশ্রয় প্রদানের জন্যে স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এছাড়া, বন্যা কবলিত মানুষের গবাদি পশু উঁচু স্থানে রাখার অনুরোধ করেন প্রয়োজনীয় ত্রাণসামগ্রী প্রদানেরও আশ্বাস দেন মঞ্জুরুল আলম রাজিব বলেন মহামারী করোনা ভাইরাস শুরু থেকে সবসময় আমি হতদরিদ্র অসহায় মানুষের পাশে ছিলাম তেমনি করে এই বন্যা পরিস্থিতিতে আমি আপনাদের পাশেই থাকবো যে কোনো সাহায্য সহযোগিতা জন্য আপনারা আমাকে জানাবেন।