প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ২:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২১, ৬:৫৩ পি.এম
ভারতীয় সেনাবাহিনীর সাইকেল র্যালী বাংলাদেশে প্রবেশ
রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল দিয়ে
ভারত-বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ন সম্পর্ক জোরদার করতে ভারত থেকে ২০ সদস্যের সেনাবাহিনীর একটি সাইকেল র্যালি ভারতের পেট্রাপোল স্থল বন্দর হয়ে বাংলাদেশ বেনাপোল স্থলবন্দরে এসেছে।
রবিবার (১৪ নভেম্বর )দুপুরে র্যালিটি বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ।
র্যালিটি বেনাপোল চেকপোস্টে তাদের ফুল দিয়ে বরন করেন ৫৫ পদাধিক ডিভিশনের বিগ্রেডিয়ার জেনারেল হাফিজুর রহমান।
মেজর জাকারিয়া জানান, ইন্দো-বাংলা জয়েন্ট সাইকেলিং টিম বেনাপোল আইসিপি স্থলবন্দর হয়ে ভারতীয় সেনাবাহিনীর ২০ সদস্য বিশিষ্ট একটি দল বাংলাদেশে প্রবেশ করেছে ।
ভারতীয় সেনাবাহিনীর দলে সিনিয়র কর্মকর্তা হিসেবে আছেন ব্রিগেডিয়ার জেনারেল দীনেশ চন্দ্র শিং কল্যাণ।
সেনাবাহিনীর দলটি সাইকেলিং করে বেনাপোল থেকে যশোর সেনানিবাসে গমন করেছেন। সেনাবাহিনীর এই দলটি যশোর সেনানিবাস গমন করে সাইকেলিং করে১৯তারিখে দর্শনা স্থলবন্দর হয়ে নিজ দেশে ফিরে যাবেন।বাংলাদেশী ২০ সদস্যের সাইকেলিং দলের নেতৃত্বে রয়েছেন বিগ্রেডিয়ার কমান্ডার বিএ- ৫০৩৪ জেনারেল হাফিজুর রহমান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy