ভারতের বিএসএফ এর হাতে ১০ বাংলাদেশী নাগরিক আটক
আব্দুর রাজ্জাক কাজল ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সীমান্তে ২ আগস্ট ভোরে এরকম ঘটনা ঘটে।বিজিবি সূত্রে জানা যায় ১০ জন বাংলাদেশী নাগরিক কিছুদিন আগে ভারতে ইট ভাটায় কাজ করতে যায়।পরে কাজ শেষে দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতের ১৫৮/১০আন্তজাতিক পিলারের পাশ দিয়ে বাংলাদেশে ঢোকার সময় দূর্গানগর ক্যাম্পের বিএসএফ’এর একটি দল তাদেরকে আটক করে।
পরে ভারতের বিএসএফ আনুমানিক বিকেল ৩ টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের লালমনিরহাটের ১৫ অধীনে বাগভান্ডার বিজিবি ভোটহাট গ্রামে দুই দেশের পতাকার বৈঠকের মাধ্যমে আটক কৃতদের হস্তান্তর করেন।
আটক কৃতরা হলেন,পাশের উপজেলার ফুলবাড়ী খারুভাজ গ্রামের মৃত ইছিম উদ্দিনের ছেলে আঃ মান্নান(৬০), তার স্ত্রী খোদেজা (৫৫), মুক্তির কুটি গ্রামের শহিদুলের স্ত্রী জোলেখা (২৫), একই গ্রামের বাচ্চা মিয়ার ছেলে শহিদুল (২৭), একই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে সুমাইয়া (৫),বানিয়াটারী গ্রামের নজরুল ইসলামের ছেলে আমিনুর ইসলাম(৪০),আমিনুরের স্ত্রী আমিনা বেগম (৩৫),তাদের দুই ছেলে আরিফ(১৫),আরমান আলী(৫)ও শ্যামপুর গ্রামের হাসেন আলীর ছেলে হাফিজুল ইসলাম (১৭)।
পাসর্পোট না থাকায় অবৈধ পথে দেশে ঢোকায় বিজিবি মামলা করে ভুরুঙ্গামারী থানায় সোপর্দ করে।
লালমনিরহাট ১৫ বিজিবির অধীন বাগভান্ডার ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আশরাফ আলী ও ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..