ডেস্ক: করোনা ভাইরাসের (কভিড-১৯) পরবর্তী ‘হটস্পটে’ পরিণত হয়েছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারত। দেশটিতে করোনা শনাক্তের সংখ্যা ৯ লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যু প্রায় ২৪ হাজার।
আজ মঙ্গলবার সকালে প্রকাশিত মেডিকেল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ২৮ হাজার ৪৯৮ জনে। একদিনে মৃত্যু ৫৫৩ জনের।
ভারতে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৬ হাজার ৭৫২ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩ হাজার ৭২৭ জন।
ভারতে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে ৬ হাজার ৪৯৭ জন আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৬০ হাজার ৯২৪ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৪৮২ জন।
দ্বিতীয় স্থানেই রয়েছে তামিলনাড়ু রাজ্য। সেখানে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে ১ লাখ ৪২ হাজার ৭৯৮ জন। এ রাজ্যে মৃত্যু হয়েছে ২ হাজার ৩২ জনের।
করোনায় আক্রান্তের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৭৪০ জন। মৃতের সংখ্যা ৩ হাজার ৪১১ জন।
গত কয়েকদিন ধরে ভারতে লাফিয়ে বেড়ে চলেছে করোনা ভাইরাস। গত তিন দিনে এক লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা ৭ থেকে ৮ লাখ হতে সময় লেগেছিল চার দিন। পরের ধাপে তা আরও একদিন কমে গেল।
তবে ভারতের কেন্দ্রীয় সরকারের দাবি, এখনো গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। অথচ একাধিক বড় রাজ্যে আক্রান্তের সংখ্যা প্রতিদিন রেকর্ড গড়ে চলেছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy