আন্তর্জাতিক ডেস্ক :
কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়েছে ভারত ও চীন।
গতকাল মঙ্গলবার দুই পক্ষের মধ্যে কোনও গোলাগুলি না হলেও লাঠি ও পাথর দিয়ে মারামারি হয়, যাতে এক কর্মকর্তাসহ অন্তত ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। তাতে দেড় মাসেরও বেশি সময় ধরে চলা অস্থিরতা আরও তুঙ্গে উঠলো। এই পরিস্থিতি ভারত ও চীন কাটিয়ে উঠবে আশাবাদ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের রাজ্য বিভাগের এক মুখপাত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, ‘এই পরিস্থিতি স্বাভাবিক করার ব্যাপারে মতপ্রকাশ করেছে ভারত ও চীন। বর্তমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান সমর্থন করি আমরা।’
ওই মুখপাত্র বলেছেন, বর্তমান পরিস্থিতি ‘নিবিড়ভাবে পর্যক্ষণ’ করছিল যুক্তরাষ্ট্র। ভারতের নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিবৃতি দিয়েছে তারা, ‘তাদের পরিবারের প্রতি রইলো আমাদের সমবেদনা।’
মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ভারত ও চীনের মধ্যস্থতাকারী হতে প্রস্তুত আছেন তিনি। যদিও তার প্রশাসন ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি। সীমান্ত পরিস্থিতি নিয়ে গত ২ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপ করেছিলেন ট্রাম্প।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy